পাবনা জেলার ঈশ্বরদীর কৃতি সন্তান ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রবিউল আলম বুদু বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান হওয়ায় ঈশ্বরদীতে পত্রিকা এজেন্ট ও পত্রিকা বিক্রেতা সমিতির উদ্যোগে মত বিনিময় সভা ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব চত্বরে এ আয়োজন করা হয়। প্রথমে কোরআন থেকে তেলােওয়াত করেন সাপ্তাহিক সমস্বর পত্রিকার প্রধান সম্পাদক সময় বাংলা 24 এর সম্পাদক জনাব মোঃ ইউসুফ আলী। প্রধান অতিথীকে থেকে বরণ করে নেন পত্রিকা এজেন্ট এর পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের সভাপতি শুভ রহমান ও বিক্রেতার পক্ষ থেকে মান্নান ও মুরাদ হাসান। প্রধান বক্তা ঈশ্বরদী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব জনাব তৌহিদ আক্তার পান্না সভাপতি ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব। বিশেষ অতিথি, এ এ আজাদ হান্নান সাধারণ সম্পাদক ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব, ফিরোজুল ইসলাম জুয়েল সাবেক ভিপি ঈশ্বরদী সরকারি কলেজ। বিশেষ আমন্ত্রণে মেহমান এ্যাডঃ দিপু ইসলাম সাবেক এপিপি, এ্যাডঃ রাগিব হাসান মুন্না, এ্যাডঃ আমেনা খাতুন এপিপি, এ্যাডঃ মইনুল ইসলাম মোহন, এ্যাডঃ আলামিন। পত্রিকা বিক্রেতাদের পক্ষে বক্তব্য রাখেন আখতারুজ্জামান মিরু পত্রিকা এজেন্ট ও সাংবাদিক আব্দুল মান্নান, মুরাদ হাসান, ঝন্টু রহমান। সভাপতি তার বক্তব্য বলেন আমি আপনাদের পাশে আছি, আপনাদের সাথে পরিচয় না হলে তৃণমূলের সাথে পরিচয় হবে কি ভাবে। এজেন্ট এবং পত্রিকা বিক্রয় তাদের বসার অফিসের ব্যবস্থা রাকতে হবে। ঘরে ঘরে পত্রিকা পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সমাজ সেবক সাংবাদিক ড. মাসুম হাসান।
খবর বিভাগঃ
গণমাধ্যম

